আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৪৪৬০
আন্তর্জাতিক নং: ৪৮১৮
সূরা শুরা
ইবনে আব্বাস হতে বর্ণিত। عَقِيْمًا অর্থ বন্ধ্যা। رُوْحًا مِّنْ أَمْرِنَا -এর দ্বারা আল কুরআন বুঝানো হয়েছে।
মুজাহিদ (রাহ) বলেছেন يَذْرَؤُكُمْ فِيْهِ এর অর্থ হচ্ছে, আল্লাহ্ তোমাদেরকে গর্ভাশয়ের মধ্যে ধারাবাহিক বংশ পরম্পরার সঙ্গে সৃষ্টি করতে থাকবেন। لَا حُجَّةَ بَيْنَنَا -অর্থ আমাদের মধ্যে কোন বিবাদ-বিসম্বাদ নেই। مِنْ طَرْفٍ خَفِيٍّ অর্থাৎ অবনমিত।
মুজাহিদ ব্যতীত অন্যদের থেকে বর্ণিত: فَيَظْلَلْنَ رَوَاكِدَ عَلٰى ظَهْرِهٰ এর অর্থ নৌযানগুলো সমুদ্রপৃষ্ঠে আন্দোলিত হতে থাকে; কিন্তু চলতে পারবে না। شَرَعُوْا -তারা আবিষ্কার করেছে।
ইবনে আব্বাস হতে বর্ণিত। عَقِيْمًا অর্থ বন্ধ্যা। رُوْحًا مِّنْ أَمْرِنَا -এর দ্বারা আল কুরআন বুঝানো হয়েছে।
মুজাহিদ (রাহ) বলেছেন يَذْرَؤُكُمْ فِيْهِ এর অর্থ হচ্ছে, আল্লাহ্ তোমাদেরকে গর্ভাশয়ের মধ্যে ধারাবাহিক বংশ পরম্পরার সঙ্গে সৃষ্টি করতে থাকবেন। لَا حُجَّةَ بَيْنَنَا -অর্থ আমাদের মধ্যে কোন বিবাদ-বিসম্বাদ নেই। مِنْ طَرْفٍ خَفِيٍّ অর্থাৎ অবনমিত।
মুজাহিদ ব্যতীত অন্যদের থেকে বর্ণিত: فَيَظْلَلْنَ رَوَاكِدَ عَلٰى ظَهْرِهٰ এর অর্থ নৌযানগুলো সমুদ্রপৃষ্ঠে আন্দোলিত হতে থাকে; কিন্তু চলতে পারবে না। شَرَعُوْا -তারা আবিষ্কার করেছে।
৪৪৬০। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, একদা তাকে إِلاَّ الْمَوَدَّةَ فِي الْقُرْبَى সম্পর্কে জিজ্ঞাসা করার পর (কাছে উপস্থিত) সাঈদ ইবনে জুবাইর (রাহঃ) বললেন, এর অর্থ নবী (ﷺ) এর পরিবারের আত্মীয়তার বন্ধন। (এ কথা শুনে) ইবনে আব্বাস (রাযিঃ) বললেন, তুমি তাড়াহুড়া করে ফেললে। কুরাইশের কোন শাখা ছিল না যেখানে নবী (ﷺ) এর আত্মীয়তা ছিল না। রাসূল (ﷺ) তাদের বলেছেন, আমার এবং তোমাদের মাঝে যে আত্মীয়তার বন্ধন রয়েছে তার ভিত্তিতে তোমরা আমার সঙ্গে আত্মীয়সুলভ আচরণ কর। এই আমি তোমাদের থেকে কামনা করি।
سورة حم عسق ويذكر عن ابن عباس، {عقيما} [الشورى: 50]: «التي لا تلد» {روحا من أمرنا} [الشورى: 52]: «القرآن» وقال مجاهد: {يذرؤكم فيه} [الشورى: 11]: «نسل بعد نسل»، {لا حجة بيننا وبينكم} [الشورى: 15]: «لا خصومة بيننا وبينكم»، {من طرف خفي} [الشورى: 45]: «ذليل» وقال غيره: {فيظللن رواكد على ظهره} [الشورى: 33]: «يتحركن ولا يجرين في البحر»، {شرعوا} [الشورى: 21]: «ابتدعوا»
4818 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ مَيْسَرَةَ، قَالَ: سَمِعْتُ طَاوُسًا، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّهُ سُئِلَ عَنْ قَوْلِهِ: {إِلَّا المَوَدَّةَ فِي القُرْبَى} [الشورى: 23]- فَقَالَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ: قُرْبَى آلِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ ابْنُ عَبَّاسٍ: عَجِلْتَ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ بَطْنٌ مِنْ قُرَيْشٍ، إِلَّا كَانَ لَهُ فِيهِمْ قَرَابَةٌ، فَقَالَ: «إِلَّا أَنْ تَصِلُوا مَا بَيْنِي وَبَيْنَكُمْ مِنَ القَرَابَةِ»
