আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৪৪২৪
আন্তর্জাতিক নং: ৪৭৮২
২৪৯০ আল্লাহ তাআলার বাণীঃ ادعوهم لآبائهم "তাদের পিতৃপরিচয়ে ডাক"
৪৪২৪। মুয়াল্লা ইবনে আসাদ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) এর আযাদকৃত গোলাম যায়েদ ইবনে হারিসাকে আমরা “যায়েদ ইবনে মুহাম্মাদ-ই” ডাকতাম, যে পর্যন্ত না এ আয়াত নাযিল হয়। ″তোমরা তাদের পিতৃপরিচয়ে ডাক, আল্লাহর দৃষ্টিতে এটাই অধিক ন্যায়সংগত।″
بَابُ قَوْلِهِ تعالى {ادْعُوهُمْ لِآبَائِهِمْ } [الأحزاب: 5]
4782 - حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ المُخْتَارِ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ: حَدَّثَنِي سَالِمٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «أَنَّ زَيْدَ بْنَ حَارِثَةَ، مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا كُنَّا نَدْعُوهُ إِلَّا زَيْدَ بْنَ مُحَمَّدٍ حَتَّى نَزَلَ القُرْآنُ» ، {ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ} [الأحزاب: 5]
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৪৪২৪ | মুসলিম বাংলা