আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৭৭৬
সূরা লুকমান

পরিচ্ছেদঃ ২৪৮৭ আল্লাহ তাআলার বাণীঃ لا تشرك بالله إن الشرك لظلم عظيم "আল্লাহর সাথে কোন শরীক করো না, নিশ্চয়ই শিরক চরম যুলুম"
৪৪১৮। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন এ আয়াতটি অবতীর্ণ হল (আল্লাহর বাণী): যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুলুম দ্বারা কলুষিত করেনি। এটি রাসূল (ﷺ) এর সাহাবাদের উপর খুবই কঠিন (ভারী) মনে হল। তখন তাঁরা বললেন, আমাদের মধ্যে এমন কে আছে যে, তারা তাদের ঈমানকে যুলুম দ্বারা কলুষিত করেনি? রাসূল (ﷺ) বললেন, এ আয়াত দ্বারা এ অর্থ বোঝানো হয়নি। তোমরা লুকমানের বাণী, যা তিনি তাঁর পুত্রকে সম্বোধন করে বলেছিলেন, إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ শির্‌ক করা বড় যুলুম, তা কি শোননি?
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন