আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৭১১
২৪৩৫। আল্লাহ তাআলার বাণীঃ وَلَقَدْ كَرَّمْنَا بَنِيْٓ اٰدَمَ এবং আমি মর্যাদা দান করেছি বনী আদমকে। كَرَّمْنَا এবং أَكْرَمْنَا উভয়টি একই অর্থে ব্যবহৃত হয়। ضِعْفَ الْحَيَاةِ ইহজীবনের শাস্তি, ضِعْفَ المَمَاتِ মৃত্যুর শাস্তি خِلَافَكَ এবং خَلْفَكَ উভয় একই অর্থে। (অর্থাৎ-তোমার পিছনে) نَأَى দূরীভূত হল। شَاكِلَةِ নিজ প্রকৃতি অনুযায়ী। এটি شَكْلُتُه থেকে উপন্ন। صَرَّفْنَا আমরা অভিমুখী করেছি। قَبِيْلًا চাক্ষুষ এবং সম্মুখে। বলা হয় قَابِلَةُ (ধাত্রী যেহেতু প্রসূতির সামনে থাকে এবং সন্তান ধারণ করে। خَشْيَةَ الإِنْفَاقِ খরচের ভয় أَنْفَقَ الرَّجُلُ এ ব্যক্তিটি অভাবগ্রস্ত হল। نَفِقَ الشَّيْءُ জিনিসটি চলে গেল। قَتُوْرًا অতিশয় কৃপণ। ذَقَنٌ এটি أَذْقَانٌ এর বহুবচন, যার অর্থ হল, উভয় চোয়ালের সংযোগস্থল। মুজাহিদ (রাহঃ) বলেন مَوْفُوْرًا পরিপূর্ণ। تَبِيْعًا প্রতিশোধ গ্রহণকারী। ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, এর অর্থ সাহায্যকারী। خَبَتْ নির্বাপিত হয়। ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, لَا تُبَذِّرْ অনর্থক ব্যয় করো না। ابْتِغَاءَ رَحْمَةٍ রুজির প্রত্যাশায়। مَثْبُوْرًا অভিশপ্ত। لَا تَقْفُ -বলো না। فَجَاسُوْا সংকল্প করেছে। يُزْجِي الْفُلْكَ নৌকা চালাচ্ছে। لِلْأَذْقَانِ মুখমণ্ডল* (ভূমিতে লুটিয়ে দেয়)।
*ذقن অর্থ থুতনি-এখানে থুতনি বুঝানো হয়েছে।
*ذقن অর্থ থুতনি-এখানে থুতনি বুঝানো হয়েছে।
৪৩৫৫। আলি ইবনে আব্দুল্লাহ (রাহঃ) .........হযরত আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলীয়াতের যুগে কোন গোত্রের লোক সংখ্যা বৃদ্ধি পেলে আমরা বলতাম أَمِرَ بَنُو فُلاَنٍ অমুক গোত্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
