আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৭১০
২৪৩৪.আল্লাহ তাআলার বাণী, أسرى بعبده ليلا من المسجد الحرام তিনি তার বান্দাকে রজনীতে ভ্রমন করিয়েছিলেন মাসজিদুল হারাম থেকে।
৪৩৫৪। আহমদ ইবনে সালিহ (রাহঃ) ......... হযরত জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যখন কুরাইশরা (মিরাজের ঘটনায়) আমাকে মিথ্যা প্রতিপন্ন করতে লাগলো, তখন আমি হিজরে* দাঁড়ালাম। আল্লাহ তাআলা বায়তুল মুকাদ্দাস কে আমার সামনে উম্মুক্ত করে দিলেন। আমি তা দেখে দেখে তার সকল চিহ্ন তাদের বলে দিতে লাগলাম।
ইয়াকুব ইবনে ইবরাহীম ইবনে শিহাব সূত্রে অতিরিক্ত বর্ণনা করেছেন। যখন কুরাইশরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করতে লাগল , সেই ঘটনার ব্যাপারে যখন আমাকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত সফর করানো হয়েছিল..... পরবর্তী অনুরূপ। قاصفا -এমন বায়ু যা সবকিছু চুরমার করে দেয়।

* হিজর – বায়তুল্লাহ শরিফের মিযাবে রহমতের নীচে যে অংশটি পাথর দিয়ে ঘেরা তাকে হিজর বলা হয়।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন