আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৫৩. সালাম সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১৭৯৪
৩. সালাম সম্বন্ধীয় বিভিন্ন হাদীস
রেওয়ায়ত ৮. মালিক (রাহঃ)-এর নিকট রেওয়ায়ত পৌছিয়াছে যে, যদি কেহ কোন খালি ঘরে যায়, তবে ″আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন″ বলিবে অর্থাৎ আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর সালাম।*
باب جَامِعِ السَّلَامِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ إِذَا دُخِلَ الْبَيْتُ غَيْرُ الْمَسْكُونِ يُقَالُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুওয়াত্তা মালিক - হাদীস নং ১৭৯৪ | মুসলিম বাংলা