আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৫৩. সালাম সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১৭৯৩
৩. সালাম সম্বন্ধীয় বিভিন্ন হাদীস
রেওয়ায়ত ৭. ইয়াহইয়া ইবনে সাঈদ (রাহঃ) বলেন, এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উমরকে এই বলিয়া সালাম করিল, ″আসসালামু আলাইকা ওয়া রাহমতুল্লাহি ওয়া বরকাতুহু ওয়াল গাদিয়াতু ওয়ার রায়হাতু।″ (অর্থাৎ আপনার উপর শান্তি হউক, আল্লাহর রহমত এবং বরকতসমূহ ও সকালে-বিকালে আগত ও বিগত নিয়ামতরাশি)। এতদুত্তরে আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলিলেন, “ওয়া আলাইকা আলফান” (অর্থাৎ তোমার উপর ইহার এক হাজার গুণ)। তিনি উহাকে (অর্থাৎ সেই ব্যক্তির দেয়া সালামকে) খারাপ মনে করিয়াছিলেন।”*
باب جَامِعِ السَّلَامِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّ رَجُلًا سَلَّمَ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فَقَالَ السَّلَامُ عَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ وَالْغَادِيَاتُ وَالرَّائِحَاتُ فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَعَلَيْكَ أَلْفًا ثُمَّ كَأَنَّهُ كَرِهَ ذَلِكَ
মুওয়াত্তা মালিক - হাদীস নং ১৭৯৩ | মুসলিম বাংলা