আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৪৮. পোশাক-পরিচ্ছদের অধ্যায়

হাদীস নং: ১৬৯২
৪. মহিলাদের জন্য কোন কোন কাপড় নিষেধ
রেওয়ায়ত ৬. আলকামা ইবনে আবি আলকামা (রাহঃ)-এর জননী মারজানা হইতে বর্ণিত, তিনি বলেন, হাফসা বিনতে আব্দুর রহমান (রাযিঃ) একটি মিহিন ওড়না পরিয়া উম্মুল মু’মিনীন আয়েশা (রাযিঃ)-এর নিকট গেলে আয়েশা (রাযিঃ) উহাকে ছিড়িয়া ফেলিলেন এবং মোটা কাপড়ের ওড়না তাহাকে পরাইয়া দিলেন।
مَا يُكْرَهُ لِلنِّسَاءِ لُبْسُهُ مِنْ الثِّيَابِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَلْقَمَةَ بْنِ أَبِي عَلْقَمَةَ عَنْ أُمِّهِ أَنَّهَا قَالَتْ دَخَلَتْ حَفْصَةُ بِنْتُ عَبْدِ الرَّحْمَنِ عَلَى عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى حَفْصَةَ خِمَارٌ رَقِيقٌ فَشَقَّتْهُ عَائِشَةُ وَكَسَتْهَا خِمَارًا كَثِيفًا
মুওয়াত্তা মালিক - হাদীস নং ১৬৯২ | মুসলিম বাংলা