আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৪৮. পোশাক-পরিচ্ছদের অধ্যায়

হাদীস নং: ১৬৯১
৩. পশমী ও রেশমী কাপড় প্রসঙ্গ
রেওয়ায়ত ৫. উম্মুল মু’মিনীন আয়েশা (রাযিঃ) আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ)-কে একটি কাপড় পরাইয়াছেন, যাহা নিজেও পরিধান করিতেন, উহাতে পশম ও রেশম ছিল।
مَا جَاءَ فِي لُبْسِ الْخَزِّ
وَحَدَّثَنِي مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا كَسَتْ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ مِطْرَفَ خَزٍّ كَانَتْ عَائِشَةُ تَلْبَسُهُ
মুওয়াত্তা মালিক - হাদীস নং ১৬৯১ | মুসলিম বাংলা