আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৬২৪
২৩৬৫. আল্লাহর বাণীঃ বাহীরা, সাইবা, ওসীলা ও হাম আল্লাহ স্থির করেন নি (৫ঃ ১০১)
৪২৬৯। মুহাম্মাদ ইবনে আবু ইয়াকুব (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) বলেছেন যে রাসূল (ﷺ) বলেছেন, আমি জাহান্নামকে দেখেছি তার একাংশ অন্য অংশকে ভেঙ্গে ফেলছে বা প্রবলভাবে জড়িয়ে রয়েছে, আমরকে দেখেছি সে তার নাড়িভুঁড়ি টানছে, সে-ই প্রথম ব্যক্তি যে, ‘‘সায়িবা’’ প্রথা চালু করে।
