আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২৩. কুরবানীর অধ্যায়
হাদীস নং: ১০২৮
২. কি ধরনের পশু কুরবানী করা মুস্তাহাব
রেওয়ায়ত ৩. নাফি’ (রাহঃ) হইতে বর্ণিত, একবার আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) মদীনায় কুরবানী করেন। আমাকে বলিলেনঃ শিংওয়ালা একটি ছাগল খরিদ করিয়া ঈদুল আযহার দিন ঈদগাহে নিয়া যবেহ কর। আমি তাহাই করিলাম। যবেহকৃত ছাগলটি তাহার নিকট পাঠাইয়া দেওয়া হইল। তিনি তখন তাহার মাথার চুল কাটিলেন। সেই সময় তিনি অসুস্থ ছিলেন। ঈদের জামাতে হাজির হইতে পারেন নাই। নাফি (রাহঃ) বলেনঃ আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলিতেন কুরবানীদাতার উপর মাথা মুণ্ডন ওয়াজিব নহে। তবে তিনি নিজে মাথা মুণ্ডন করিয়াছেন।
بَاب مَا يُسْتَحَبُّ مِنْ الضَّحَايَا
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ضَحَّى مَرَّةً بِالْمَدِينَةِ قَالَ نَافِعٌ فَأَمَرَنِي أَنْ أَشْتَرِيَ لَهُ كَبْشًا فَحِيلًا أَقْرَنَ ثُمَّ أَذْبَحَهُ يَوْمَ الْأَضْحَى فِي مُصَلَّى النَّاسِ قَالَ نَافِعٌ فَفَعَلْتُ ثُمَّ حُمِلَ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فَحَلَقَ رَأْسَهُ حِينَ ذُبِحَ الْكَبْشُ وَكَانَ مَرِيضًا لَمْ يَشْهَدْ الْعِيدَ مَعَ النَّاسِ قَالَ نَافِعٌ وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يَقُولُ لَيْسَ حِلَاقُ الرَّأْسِ بِوَاجِبٍ عَلَى مَنْ ضَحَّى وَقَدْ فَعَلَهُ ابْنُ عُمَرَ


বর্ণনাকারী: