আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২৩. কুরবানীর অধ্যায়
হাদীস নং: ১০২৭
১. কি ধরনের পশু কুরবানী করা দুরন্ত নহে
রেওয়ায়ত ২. নাফি’ (রাহঃ) বর্ণনা করেন, মুসান্না* নয় বা অঙ্গহীন এবং কম বয়সের পশুর কুরবানী করা হইতে আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বিরত থাকিতেন।মালিক (রাহঃ) বলেনঃ আমি যাহা শুনিয়াছি তন্মধ্যে এই বিষয়টি আমার অধিক প্রিয়।
بَاب مَا يُنْهَى عَنْهُ مِنْ الضَّحَايَا
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَتَّقِي مِنْ الضَّحَايَا وَالْبُدْنِ الَّتِي لَمْ تُسِنَّ وَالَّتِي نَقَصَ مِنْ خَلْقِهَا قَالَ مَالِك وَهَذَا أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ


বর্ণনাকারী: