আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২০. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৮৩২
হজ্ব - উমরার অধ্যায়
৪৪. মিনা’র দিবসগুলির রোযা
রেওয়ায়ত ১৩৭. সুলায়মান ইবনে ইয়াসার (রাহঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) আইয়্যামে তাশরীকে রোযা রাখিতে নিষেধ করিয়াছেন।*
* কুরবানীর ঈদের পর তিনদিন (১৩ তারিখ পর্যন্ত) হইল আইয়্যমে তাশরীক।
* কুরবানীর ঈদের পর তিনদিন (১৩ তারিখ পর্যন্ত) হইল আইয়্যমে তাশরীক।
كتاب الحج
بَاب مَا جَاءَ فِي صِيَامِ أَيَّامِ مِنًى
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ صِيَامِ أَيَّامِ مِنًى
বর্ণনাকারী: