আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২০. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৮৩১
৪৩. আরাফার দিবসে রোযা
রেওয়ায়ত ১৩৬. কাসিম ইবনে মুহাম্মাদ (রাহঃ) বর্ণনা করেনঃ উম্মুল মু’মিনীন আয়েশা (রাযিঃ) আরাফার দিবসে রোযা রাখিতেন। কাসিম ইবনে মুহাম্মাদ বলেনঃ আমি তাহাকে (আয়েশা (রাযিঃ)-কে আরাফার দিবসে সন্ধ্যায় দেখিয়াছি, ইমামের (আমীরুল মু’মিনীন) প্রত্যাবর্তনের পরও তিনি [আয়েশা (রাযিঃ)] অপেক্ষা করিলেন এবং পরে ভিড় কমিয়া পথ পরিষ্কার হইলে পানি আনাইয়া ইফতার করিলেন।
بَاب صِيَامِ يَوْمِ عَرَفَةَ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ أَنَّ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ كَانَتْ تَصُومُ يَوْمَ عَرَفَةَ قَالَ الْقَاسِمُ وَلَقَدْ رَأَيْتُهَا عَشِيَّةَ عَرَفَةَ يَدْفَعُ الْإِمَامُ ثُمَّ تَقِفُ حَتَّى يَبْيَضَّ مَا بَيْنَهَا وَبَيْنَ النَّاسِ مِنْ الْأَرْضِ ثُمَّ تَدْعُو بِشَرَابٍ فَتُفْطِرُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুওয়াত্তা মালিক - হাদীস নং ৮৩১ | মুসলিম বাংলা