আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭- নামাযের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৩১
২৯২। চুলা, আগুন বা এমন কোন বস্তু যার উপাসনা করা হয়, তা সামনে রেখে কেবল আল্লাহর সন্তুষ্টি হাসিল করারই উদ্দেশ্যে নামায আদায় করা।
যুহরী (রাহঃ) বলেনঃ আমাকে আনাস ইবনে মালিক (রাযিঃ) জানিয়েছেন, নবী (ﷺ) বলেছেনঃ আমার সামনে আগুন (জাহান্নাম) পেশ করা হলো, তখন আমি নামাযে ছিলাম।
৪১৯। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার সূর্যগ্রহণ হল। তখন রাসূলুল্লাহ (ﷺ) নামায আদায় করলেন। তারপর বললেনঃ আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। আজকের মত ভয়াবহ দৃশ্য আমি আর কখনো দেখিনি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন