আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭- নামাযের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৩০
২৯১। উট রাখার স্থানে নামায আদায় করা।
৪১৮। সাদ্কা ইবনে ফযল (রাহঃ) ......... নাফি (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমর (রাযিঃ)-কে তাঁর উটের দিকে নামায আদায় করতে দেখেছি। আর ইবনে উমর (রাযিঃ) বলেছেনঃ আমি নবী (ﷺ)-কে তা করতে দেখেছি।
