আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৫৩৩
২২৯৫. আল্লাহর বাণীঃ তোমরা নামাযের প্রতি যত্নবান হবে বিশেষত মধ্যবর্তী নামাযের। (২ঃ ২৩৮)
৪১৭৭। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে নবী (ﷺ) বলেছেন, ভিন্ন সনদে আব্দুর রহমান ......... আলী (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী (ﷺ) বলেন, খন্দক যুদ্ধের দিন কাফিরগণ আমাদের মধ্যবর্তী নামায থেকে বিরত রাখে, এমনকি এ অবস্থায় সূর্য অস্তে চলে যায়। আল্লাহ তাদের কবর ও তাদের ঘরকে অথবা পেটকে আগুন দ্বারা পূর্ণ করুক। এখানে নবী (ﷺ) ঘর না পেট বলেছেন তাতে ইয়াহয়া রাবীর সন্দেহ রয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন