আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ৫১৩
৩. জানাযার আগে চলা
রেওয়ায়ত ৮. ইবনে শিহাব (রাহঃ) হইতে বর্ণিত- রাসূলুল্লাহ্ (ﷺ) আবু বকর সিদ্দীক (রাযিঃ), উমর (রাযিঃ) তাহারা সকলেই জানাযার আগে চলিতেন। তাহাদের পরে খলীফাগণ (যুগে যুগে) এবং আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ)-ও এইরূপ করিয়াছেন।
بَاب الْمَشْيِ أَمَامَ الْجَنَازَةِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ كَانُوا يَمْشُونَ أَمَامَ الْجَنَازَةِ وَالْخُلَفَاءُ هَلُمَّ جَرًّا وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ


বর্ণনাকারী: