আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ৫১২
২. মুর্দার কাফন প্রসঙ্গ
রেওয়ায়ত ৭ আব্দুর রহমান* ইবনে আমর ইবনে আস (রাহঃ) হইতে বর্ণিত— তিনি বলেনঃ মুর্দাকে কোর্তা এবং ইযার পরিধান করান হইবে। অতঃপর তৃতীয় কাপড় দ্বারা তাহাকে আবৃত করিতে হইবে। আর যদি একটি কাপড় ব্যতীত অন্য কাপড় না থাকে তবে উহাতেই কাফন দেওয়া হইবে।
* আমর ইবনুল আস-এর আব্দুর রহমান নামে কোন সন্তান ছিলেন না। সম্ভবত আব্দুর রহমানের স্থলে আব্দুল্লাহ হইবে। আউজাযুল মাসালিক, ২য় খণ্ড, পৃ. ৪৩৫।
* আমর ইবনুল আস-এর আব্দুর রহমান নামে কোন সন্তান ছিলেন না। সম্ভবত আব্দুর রহমানের স্থলে আব্দুল্লাহ হইবে। আউজাযুল মাসালিক, ২য় খণ্ড, পৃ. ৪৩৫।
بَاب مَا جَاءَ فِي كَفَنِ الْمَيِّتِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ قَالَ الْمَيِّتُ يُقَمَّصُ وَيُؤَزَّرُ وَيُلَفُّ فِي الثَّوْبِ الثَّالِثِ فَإِنْ لَمْ يَكُنْ إِلَّا ثَوْبٌ وَاحِدٌ كُفِّنَ فِيهِ
