আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

১০. দুই ঈদের অধ্যায়

হাদীস নং: ৪১৭
২. উভয় ঈদে খুতবার পূর্বে নামায পড়ার নির্দেশ
রেওয়ায়ত ৪. মালিক (রাহঃ) বলেন, তাহার নিকট রেওয়ায়ত পৌছিয়াছে যে, আবু বকর এবং উমর (রাযিঃ) তাহারা উভয়েই এইরূপ করিতেন।
بَاب الْأَمْرِ بِالصَّلَاةِ قَبْلَ الْخُطْبَةِ فِي الْعِيدَيْنِ
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، أَنَّهُ بَلَغَهُ أَنَّ أَبَا بَكْرٍ، وَعُمَرَ، كَانَا يَفْعَلاَنِ ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুওয়াত্তা মালিক - হাদীস নং ৪১৭ | মুসলিম বাংলা