আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
১০. দুই ঈদের অধ্যায়
হাদীস নং: ৪১৬
২. উভয় ঈদে খুতবার পূর্বে নামায পড়ার নির্দেশ
রেওয়ায়ত ৩. ইবনে শিহাব (রাহঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল ফিতর ও ঈদুল আযহাতে খুতবার পূর্বে নামায পড়িতেন।
بَاب الْأَمْرِ بِالصَّلَاةِ قَبْلَ الْخُطْبَةِ فِي الْعِيدَيْنِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي يَوْمَ الْفِطْرِ وَيَوْمَ الْأَضْحَى قَبْلَ الْخُطْبَةِ


বর্ণনাকারী: