আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

১০. দুই ঈদের অধ্যায়

হাদীস নং: ৪১৫
১. উভয় ঈদে গোসল করা এবং আযান ও ইকামত প্রসঙ্গ
রেওয়ায়ত ২. নাফি’ (রাহঃ) হইতে বর্ণিত, আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ) ঈদুল ফিতরের দিন সকালে ঈদগাহে গমনের পূর্বে গোসল করিতেন।
بَاب الْعَمَلِ فِي غُسْلِ الْعِيدَيْنِ وَالنِّدَاءِ فِيهِمَا وَالْإِقَامَةِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَغْتَسِلُ يَوْمَ الْفِطْرِ قَبْلَ أَنْ يَغْدُوَ إِلَى الْمُصَلَّى

হাদীসের ব্যাখ্যা:

সাহাবার আমল সম্বলিত এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, ঈদুল ফিতরের নামাযের পূর্বে গোসল করতে হয়।
قَالَ مُحَمَّدٌ إِذَا اغْتَسَلْتَ فِي الْجُمُعَةِ وَالْعِيدَيْنِ فَهُوَ أَفْضَلُ وَإِنْ تَرَكْتَهُ فَلَا بَأْسَ ইমাম মুহাম্মাদ রহ. বলেন, যদি তুমি জুমআ এবং দুই ঈদে গোসল করো তাহলে তা-ই উত্তম। আর যদি না করো তাতে কোন দোষ নেই। (কিতাবুল আছার লিমুহাম্মাদ-৬৯)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: