আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮৩
৮. উম্মুল কুরআন প্রসঙ্গ
রেওয়ায়ত ৩৮. আবু নুয়ায়ম ওহব ইবনে কায়সান (রাহঃ) হইতে বর্ণিত, তিনি জাবির ইবনে আব্দুল্লাহ্ (রাযিঃ)-কে বলিতে শুনিয়াছেনঃ যে ব্যক্তি এমন এক রাক'আত নামায পড়িয়াছে যাহাতে সূরা ফাতিহা পাঠ করে নাই তাহার নামায হয় নাই, অবশ্য যদি সেই ব্যক্তি ইমামের পশ্চাতে (নামায পড়িয়া) থাকে (তবে তাহার নামায শুদ্ধ হইয়াছে।)
بَاب مَا جَاءَ فِي أُمِّ الْقُرْآنِ
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ أَبِي نُعَيْمٍ، وَهْبِ بْنِ كَيْسَانَ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ مَنْ صَلَّى رَكْعَةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَلَمْ يُصَلِّ إِلاَّ وَرَاءَ الإِمَامِ .
মুওয়াত্তা মালিক - হাদীস নং ১৮৩ | মুসলিম বাংলা