আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
১. নামাযের সময়সূচী
হাদীস নং: ১৪
২. জুম’আর সময়
রেওয়ায়ত ১৪. ইবনে আবী সালিত (রাহঃ) হইতে বর্ণিত, উসমান ইবনে আফফান (রাযিঃ) জুম’আর নামায মদীনায় পড়িয়াছেন, আর আসর মালাল* নামক স্থানে।
মালিক (রাহঃ) বলেনঃ ইহা তাহজীর (সূর্য পশ্চিমে ঢলার পরপরই জুম’আ আদায় করা) ও দ্রুতগতিতে পথ অতিক্রমের জন্য ।
* (ملل) মদীনা এবং মালাল এর মধ্যকার দূরত্ব ১৭ মাইল বলা হইয়াছে। মতান্তরে ২২, ১৮।
মালিক (রাহঃ) বলেনঃ ইহা তাহজীর (সূর্য পশ্চিমে ঢলার পরপরই জুম’আ আদায় করা) ও দ্রুতগতিতে পথ অতিক্রমের জন্য ।
* (ملل) মদীনা এবং মালাল এর মধ্যকার দূরত্ব ১৭ মাইল বলা হইয়াছে। মতান্তরে ২২, ১৮।
باب وقت الجمعة
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ عَنْ ابْنِ أَبِي سَلِيطٍ أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ صَلَّى الْجُمُعَةَ بِالْمَدِينَةِ وَصَلَّى الْعَصْرَ بِمَلَلٍ قَالَ مَالِك وَذَلِكَ لِلتَّهْجِيرِ وَسُرْعَةِ السَّيْرِ
«بملل» هو موضع بين مكة والمدينه يبعد سبعة عشر ميلا عن المدينة، الزرقاني
«بملل» هو موضع بين مكة والمدينه يبعد سبعة عشر ميلا عن المدينة، الزرقاني


বর্ণনাকারী: