মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৯২
তৃতীয় অনুচ্ছেদ - এ উম্মতের [উম্মতে মুহাম্মাদী (সা.)-এর] সাওয়াবের বিবরণ
৬২৯২। হযরত মুআবিয়া ইবনে কুররাহ্ (রাঃ) তাঁহার পিতা হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সিরিয়াবাসীগণ যখন নষ্ট হইয়া যাইবে, তখন আর তোমাদের মধ্যে কোন কল্যাণ থাকিবে না। আর আমার উম্মতের একদল লোক হামেশা কিয়ামত পর্যন্ত দুশমনের উপর বিজয়ী থাকিবে। যাহারা তাঁহাদের সাহায্য করিবে না তাহারা উহাদের কোন ক্ষতি সাধন করিতে পারিবে না।
ইবনুল মাদীনী (রহঃ) বলেন, ইঁহারা হইলেন মুহাদ্দেসীনের জমাআত। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান, সহীহ।
ইবনুল মাদীনী (রহঃ) বলেন, ইঁহারা হইলেন মুহাদ্দেসীনের জমাআত। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান, সহীহ।
وَعَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا فَسَدَ أَهْلُ الشَّامِ فَلَا خَيْرَ فِيكُمْ وَلَا يَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي مَنْصُورِينَ لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ حَتَّى تَقُومَ السَّاعَةُ» قَالَ ابْنُ الْمَدِينِيِّ: هُمْ أَصْحَابُ الْحَدِيثَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
হাদীসের ব্যাখ্যা:
ফেতনা ও ফাসাদ হইতে ইসলামের যেকোন বিষয়কে যাঁহারা রক্ষণাবেক্ষণ করিয়া চলিবে, তাঁহারা ঐ বিজয়ী দলের অন্তর্ভুক্ত। ইবনে মাদীনী উহাদের মধ্য হইতে শুধু একটি জমাআতের উল্লেখ করিয়াছেন। যেহেতু তাঁহাদের অবদান অপরিসীম।
