মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৯১
তৃতীয় অনুচ্ছেদ - এ উম্মতের [উম্মতে মুহাম্মাদী (সা.)-এর] সাওয়াবের বিবরণ
৬২৯১। হযরত ইবনে মুহায়রিয বলেন, একদা আমি বলিলাম, আবু জুমুআ (রাঃ)-কে— যিনি সাহাবীদের একজন—আমাকে এমন একটি হাদীস বলুন, যাহা আপনি রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে শুনিয়াছেন। তিনি বলিলেন, হ্যাঁ, আমি তোমাকে খুবই চমৎকার একটি হাদীস বর্ণনা করিব। একদিন আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে সকালের খানা খাইতেছিলাম। আবু ওবায়দা ইবনুল জাররাহ্ও আমাদের সাথে ছিলেন। তখন আবু ওবায়দা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমাদের চাইতেও কোন উত্তম লোক আছে কি? কেননা, আমরা আপনার প্রতি ঈমান আনিয়াছি এবং আপনার সঙ্গে থাকিয়া জিহাদ করিয়াছি। উত্তরে তিনি বলিলেনঃ হ্যাঁ, তাহারা এমন এক কওম, যাহারা তোমাদের পরে দুনিয়াতে আসিবে। আমার উপর ঈমান আনিবে, অথচ আমাকে তাহারা দেখে নাই। —আহমদ ও দারেমী আর “রাযীন” হযরত আবু ওবায়দা হইতে يَا رَسُولَ اللَّهِ. أَحَدٌ خَيْرٌ مِنَّا إِلى آخِره হইতে শেষ পর্যন্ত কথাটি বর্ণনা করিয়াছেন।
وَعَن أبي مُحَيْرِيزٍ قَالَ: قُلْتُ لِأَبِي جُمُعَةَ رَجُلٌ مِنَ الصَّحَابَةِ: حَدِّثْنَا حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَ: نَعَمْ أُحَدِّثُكُمْ حَدِيثًا جَيِّدًا تَغَدَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَنَا أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ. أَحَدٌ خَيْرٌ منَّا؟ أسلمْنا وَجَاهَدْنَا مَعَكَ. قَالَ: «نَعَمْ قَوْمٌ يَكُونُونَ مِنْ بَعْدِكُمْ يُؤْمِنُونَ بِي وَلَمْ يَرَوْنِي» . رَوَاهُ أَحْمَدُ وَالدَّارِمِيُّ وَرَوَى رَزِينٌ عَنْ أَبِي عُبَيْدَةَ مِنْ قَوْلِهِ: قَالَ: يَا رَسُولَ اللَّهِ. أَحَدٌ خَيْرٌ مِنَّا إِلى آخِره
