মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২৮৯
তৃতীয় অনুচ্ছেদ - এ উম্মতের [উম্মতে মুহাম্মাদী (সা.)-এর] সাওয়াবের বিবরণ
৬২৮৯। হাযরামী গোত্রীয় আব্দুর রহমান ইবনে আ'লা বলেন, আমাকে এমন এক ব্যক্তি বর্ণনা করিয়াছেন, যিনি নবী (ﷺ)কে বলিতে শুনিয়াছেন, অদুর ভবিষ্যতে এই উম্মতের শেষলগ্নে এমন এক সম্প্রদায়ের আবির্ভাব ঘটিবে, যাঁহাদের নেক আমলের সওয়াব তাহাদের প্রথম যুগের লোকদের বরাবর হইবে। তাঁহারা মানুষদিগকে ভাল কাজ করিতে আদেশ করিবেন এবং মন্দ কাজ হইতে নিষেধ করিবেন। আর ফেতনাবাজদের সাথে লড়াই করিবেন। —উক্ত হাদীস দুইটি বায়হাকী দালায়েলুন নবুওত গ্রন্থে বর্ণনা করিয়াছেন।
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْعَلَاءِ الْحَضْرَمِيِّ قَالَ: حَدَّثَنِي مَنْ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّهُ سَيَكُونُ فِي آخِرِ هَذِهِ الْأُمَّةِ قَوْمٌ لَهُمْ مِثْلُ أَجْرِ أَوَّلِهِمْ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقَاتِلُونَ أَهْلَ الْفِتَنِ» رَوَاهُمَا الْبَيْهَقِيّ فِي دَلَائِل النُّبُوَّة

হাদীসের ব্যাখ্যা:

উক্ত লড়াই হাতের দ্বারা এবং মুখের দ্বারা উভয়ভাবে হইতে থাকিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬২৮৯ | মুসলিম বাংলা