মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২৮৮
তৃতীয় অনুচ্ছেদ - এ উম্মতের [উম্মতে মুহাম্মাদী (সা.)-এর] সাওয়াবের বিবরণ
৬২৮৮। হযরত আমর ইবনে শোআয়ব তাঁহার পিতা হইতে, তিনি তাঁহার দাদা হইতে বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করিলেন, আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে ঈমানের দিক দিয়া কাহাকে তোমরা অধিক পছন্দ কর ? তাঁহারা বলিলেন, ফিরিশতাদেরকে। নবী (ﷺ) বলিলেনঃ তাঁহারা ঈমান আনিবে না কেন, তাঁহারা তো তাঁহাদের রবের কাছেই আছেন। এইবার সাহাবাগণ বলিলেন, তবে নবীগণ তিনি বলিলেন, তাঁহারা ঈমানদার হইবেন না কেন, তাঁহাদের উপর তো ওহী নাযিল হইয়া থাকে। এইবার তাহারা বলিলেন, তবে আমরা। তিনি বলিলেন, তোমরা ঈমান আনয়ন করিবে না কেন, অথচ আমি তোমাদের মধ্যে বিদ্যমান আছি। বর্ণনাকারী বলেন, ইহার পর রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, আমার কাছে ঈমানের দিক দিয়া সর্বাপেক্ষা পছন্দনীয় ঐ সম্প্রদায়, যাহারা আমার পরে জন্মগ্রহণ করিবে। যাহারা সহীফা (কোরআন) পাইবে, ইহাতে আল্লাহর যেসকল বিধানসমূহ লিপিবদ্ধ রহিয়াছে, উহার উপর তাহারা ঈমান আনিবে।
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّ الْخَلْقِ أَعْجَبُ إِلَيْكُمْ إِيمَانًا؟» قَالُوا: فالنبيون قَالَ: «ومالهم لَا يُؤْمِنُونَ وَالْوَحْيُ يَنْزِلُ عَلَيْهِمْ؟» قَالُوا: فَنَحْنُ. قَالَ: «ومالكم لَا تُؤْمِنُونَ وَأَنَا بَيْنَ أَظْهُرِكُمْ؟» قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِن أَعْجَبَ الْخَلْقِ إِلَيَّ إِيمَانًا لَقَوْمٌ يَكُونُونَ مِنْ بَعْدِي يَجِدُونَ صُحُفًا فِيهَا كِتَابٌ يُؤْمِنُونَ بِمَا فِيهَا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬২৮৮ | মুসলিম বাংলা