মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৮২
তৃতীয় অনুচ্ছেদ - ইয়ামান ও শাম (সিরিয়া) দেশের বর্ণনা এবং উওয়াইস করানী-এর আলোচনা
৬২৮২। হযরত আব্দুর রহমান ইবনে সুলায়মান (রাঃ) বলিয়াছেন, অদূর ভবিষ্যতে আজমী বাদশাহদের মধ্য হইতে একজন বাদশাহর আবির্ভাব ঘটিবে। অতঃপর ব্যতীত সমস্ত শহরগুলিতে তাহার আধিপত্য স্থাপিত হইবে। —আবু দাউদ
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سُلَيْمَانَ قَالَ: سَيَأْتِي مَلِكٌ مِنْ مُلُوكِ الْعَجَمِ فَيَظْهَرُ عَلَى الْمَدَائِنِ كلِّها إِلا دمشق. رَوَاهُ أَبُو دَاوُدَ
হাদীসের ব্যাখ্যা:
এই ব্যক্তি কে? হাদীসের ব্যাখ্যাদানকারীগণের কেহই তাহার নাম উল্লেখ করেন নাই। তবে কোন কোন বর্ণনায় উল্লেখ করা হইয়াছে যে, এই বাদশাহ্ ইয়ামন দেশ হইতে বাহির হইবে।
