মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৭২
দ্বিতীয় অনুচ্ছেদ - ইয়ামান ও শাম (সিরিয়া) দেশের বর্ণনা এবং উওয়াইস করানী-এর আলোচনা
৬২৭২। হযরত আনাস (রাঃ) হযরত যায়দ ইবনে সাবেত (রাঃ) হইতে বর্ণনা করেন যে, নবী (ﷺ) ইয়ামন দেশের দিকে তাকাইয়া দো'আ করিলেন, হে আল্লাহ্! ইয়ামনবাসীদের অন্তর আমাদের দিকে ফিরাইয়া দাও এবং আমাদের জন্য আমাদের সা' ও মুদের মধ্যে বরকত দান কর। – তিরমিযী
الْفَصْل الثَّانِي
عَنْ أَنَسٍ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَظَرَ قِبَلَ الْيَمَنِ فَقَالَ: «اللَّهُمَّ أَقْبِلْ بِقُلُوبِهِمْ وَبَارِكْ لَنَا فِي صاعِنا ومُدِّنا» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
সা' এবং মুদ—এই দুইটি আরব দেশীয় পরিমাপবিশেষ। আমাদের দেশীয় ওজনে এক সা'-এর ওজন প্রায় সাড়ে তিন সের এবং এক মুদ সা'-এর এক চতুর্থাংশ।
