মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৭১
প্রথম অনুচ্ছেদ - ইয়ামান ও শাম (সিরিয়া) দেশের বর্ণনা এবং উওয়াইস করানী-এর আলোচনা
৬২৭১। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোআ করিলেন হে আল্লাহ্। আমাদের জন্য আমাদের শাম দেশে বরকত দান করুন। হে আল্লাহ্! আমাদের জন্য আমাদের ইয়ামন দেশে বরকত দান করুন। তখন সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্। আমাদের নজদের জন্যও (দো'আ করুন)। তিনি আবারও বলিলেনঃ হে আল্লাহ্। আমাদের জন্য আমাদের শাম দেশে বরকত দান করুন। হে আল্লাহ্! আমাদের জন্য আমাদের ইয়ামন দেশে বরকত দান করুন। এইবারও সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্। আমাদের নজদের জন্যও (দো'আ করুন)। (বর্ণনাকারী ইবনে ওমর বলেন, আমার ধারণা, তিনি তৃতীয়বারে বলিলেন, তথায় তো ভূকম্পন এবং ফেতনা রহিয়াছে এবং তথা হইতে শয়তানের শিং উদিত হইবে। -বুখারী
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي يَمَنِنَا» . قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَفِي نَجْدِنَا؟ فَأَظُنُّهُ قَالَ فِي الثَّالِثَةِ: «هُنَاكَ الزَّلَازِلُ وَالْفِتَنُ وَبِهَا يَطْلُعُ قرن الشَّيْطَان» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
নজদ মক্কা-মদীনার পূর্ব দিকে অবস্থিত, কাজেই ইহাতে ইংগিত করা হইয়াছে যে, পূর্ব দিক হইতেই অধিকাংশ ফেতনা-ফাসাদ মাথাচাড়া দিয়া উঠিবে। যেমন—পূর্ব হাদীসে উল্লেখ করা হইয়াছে। ইহার অর্থ এই নহে যে, নজদ নামীয় এলাকা সর্বদা ফেতনা-ফাসাদে জড়িত থাকিবে।
