মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২২৭
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২২৭। হযরত হাফসা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। আমি আশা করি, ইনশাআল্লাহ্ বদর এবং হোদায়বিয়াতে অংশগ্রহণকারী কেহই দোযখের আগুনে প্রবেশ করিবে না। (হাফসা বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্। আল্লাহ তাআলা কি এই কথা বলেন নাই? (অর্থঃ) “অবশ্যই তোমাদের প্রত্যেকেই উহা অতিক্রম করিবে।” তখন রাসূলুল্লাহ্ (ছাঃ) বলিলেন: তুমি কি শুন নাই? আল্লাহ্ ইহাও তো বলিয়াছেন : "অতঃপর আমি তাহাদিগকে মুক্তি দিব, যাহারা তাকওয়া অবলম্বন করিয়াছে।" অপর এক রেওয়ায়তে আছে, “আসহাবে শাজারাহ" — যাহারা ঐ বৃক্ষের নীচে বায়আত গ্রহণ করিয়াছেন, তাঁহাদের কেহই ইন্শাআল্লাহ্ দোযখের আগুনে প্রবেশ করিবে না। —মুসলিম
كتاب المناقب
وَعَنْ حَفْصَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَأَرْجُو أَنْ لَا يَدْخُلَ النَّارَ إِنْ شَاءَ اللَّهُ أَحَدٌ شَهِدَ بَدْرًا وَالْحُدَيْبِيَةَ» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَلَيْسَ قَدْ قَالَ اللَّهُ تَعَالَى: [وَإِنْ مِنْكُمْ إِلَّا واردها] قَالَ: فَلَمْ تَسْمَعِيهِ يَقُولُ: [ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتقَوا] وَفِي رِوَايَةٍ: «لَا يَدْخُلُ النَّارَ إِنْ شَاءَ اللَّهُ مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ - أَحَدُ - الَّذِينَ بَايَعُوا تحتهَا» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
পুলসেরাত স্থাপিত হইবে দোযখের উপর। প্রত্যেক ব্যক্তিকেই উহা অতিক্রম করিতে হইবে। এই হিসাবে প্রত্যেকেই দোযখে প্রবেশ করিবে। অবশ্য মুত্তাকী লোকেরা বিদ্যুদ্বেগেই উহা অতিক্রম করিবে, ফলে আগুন তাহাদিগকে স্পর্শ করিতে পারিবে না। অথবা আগুন হইবে তাহাদের জন্য শীতল ও নিরাপদ, যেমনটি হইয়াছিল নমরূদের আগুন হযরত ইবরাহীম (আঃ)-এর জন্য।