মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২২৬
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২২৬। হযরত রেফাআ ইবনে রাফে (রা:) বলেন, একদা হযরত জিবরাঈল (আ:) নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিলেন, বদর যুদ্ধে অংশগ্রহণকারীদিগকে আপনারা কিরূপ মনে করেন? উত্তরে নবী (ছাঃ) বলিলেন আমরা তাহাদিগকে সর্বাপেক্ষা উত্তম মুসলমান বলিয়া মনে করি। অথবা তিনি এই জাতীয় কোন বাক্য বলিলেন। প্রত্যুত্তরে জিবরাঈল বলিলেন, যেইসমস্ত ফিরিশতা বদর যুদ্ধে শরীক হইয়াছেন, তাহাদের সম্পর্কেও আমরা অনুরূপ ধারণা পোষণ করি। -বুখারী:
كتاب المناقب
وَعَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ قَالَ: جَاءَ جِبْرِيلُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَا تَعُدُّونَ أَهْلَ بَدْرٍ فِيكُمْ» . قَالَ: «مِنْ أَفْضَلِ الْمُسْلِمِينَ» أَوْ كَلِمَةً نَحْوَهَا قَالَ: «وَكَذَلِكَ مَنْ شَهِدَ بَدْرًا مِنَ الْمَلَائِكَةِ» . رَوَاهُ الْبُخَارِيُّ