মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২২২
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২২২। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, যেই পীড়ায় নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতেকাল করিয়াছেন, সেই পীড়ার সময় তিনি একদিন ঘর হইতে বাহির হইলেন এবং আসিয়া (মসজিদের) মিম্বরে বসিলেন। অতঃপর আল্লাহ্ তা'আলার প্রশংসা ও তাহার গুণা বলী বর্ণনা করিলেন। তারপর বলিলেন আম্মা বা'দ (হে লোকসকল। শোন। মু'মিন) লোকদের সংখ্যা বাড়িতে থাকিবে আর আনসারদের সংখ্যা হ্রাস পাইতে থাকিবে। অবশেষে তাহারা খাদ্যের মধ্যকার লবণতুল্য হইয়া দাঁড়াইবে। অতএব, তোমাদের কেহ যদি কোন ক্ষমতার অধিকারী হয়, যাহার ফলে সে (ইচ্ছা করিলে) কোন কওমের ক্ষতিও করিতে পারে কিংবা উপকারও করিতে পারে, তাহার উচিত হইবে যেন সে আনসারদের ভাল ব্যক্তিদের (সৎকর্মকে) সাদরে গ্রহণ করে এবং তাহাদের মন্দ ব্যক্তিদের (অন্যায় আচরণকে ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখে। -বুখারী
كتاب المناقب
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ حَتَّى جَلَسَ عَلَى الْمِنْبَرَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ فَإِنَّ النَّاسَ يَكْثُرُونَ وَيَقِلُّ الْأَنْصَارُ حَتَّى يَكُونُوا فِي النَّاسِ بِمَنْزِلَةِ الْمِلْحِ فِي الطَّعَامِ فَمَنْ وَلِيَ مِنْكُمْ شَيْئًا يَضُرُّ فِيهِ قَوْمًا وَيَنْفَعُ فِيهِ آخَرين فليقبل عَن محسنهم وليتجاوز عَن مسيئهم» رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান