মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২২১
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২২১। হযরত আনাস (রাঃ) বলেন, [নবী (ছাঃ) যখন অন্তিম পীড়ায় আক্রান্ত, তখন] হযরত আবু বকর ও আব্বাস (রাঃ) একদিন আনসারদের কোন এক মজলিসের নিকট দিয়া গমন করেন। এই সময় তাহারা কাদিতেছিল। ইহা দেখিয়া ইহারা উভয়ে জিজ্ঞাসা করিলেন, আপনারা কাদিতেছেন কেন? তাহারা বলিলেন, আমাদের সঙ্গে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উঠাবসার কথা আমরা স্মরণ করিতেছিলাম। অতঃপর তাহাদের একজন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন এবং তাঁহাকে এই ব্যাপারে অবহিত করিলেন। [রাবী হযরত আনাস (রাঃ) বলেন,] তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা চাদরের এক প্রাপ্ত মাথায় বাধা অবস্থায় ঘর হইতে বাহিরে আসিলেন এবং মিম্বরে আরোহণ করিলেন। ঐ দিনের পর তিনি আর মিম্বরে আরোহণ করেন নাই। অতঃপর তিনি আল্লাহর প্রশংসা ও গুণাবলী বর্ণনা করিলেন, তারপর বলিলেন আনসারদের প্রতি বিশেষ লক্ষ্য রাখিবার জন্য আমি তোমাদিগকে অসিয়ত করিয়া যাইতেছি। কেননা, তাঁহারাই আমার অন্তরং্গ এবং আমার বিশ্বস্ত। তাহাদের কর্তব্য ও দায়িত্ব তাহারা যথাযথ সম্পাদন করিয়াছেন, কিন্তু তাহাদের যাহাকিছু প্রাপ্য তাহা বাকী রহিয়াছে। অতএব, তাহাদের উত্তম ব্যক্তিদের (উত্তম কাজকে) তোমরা সাগ্রহে কবুল কর এবং তাহাদের মন্দ ব্যক্তিদের (মন্দকে) তোমরা ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখ। -বুখারী
كتاب المناقب
وَعَنْهُ قَالَ: مَرَّ أَبُو بَكْرٍ وَالْعَبَّاسُ بِمَجْلِسٍ من مجَالِس الْأَنْصَار وهم يَبْكُونَ فَقَالَ: مَا يُبْكِيكُمْ؟ قَالُوا: ذَكَرْنَا مَجْلِسَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَّا فَدَخَلَ أَحَدُهُمَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ بِذَلِكَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ عَصَّبَ عَلَى رَأْسِهِ حَاشِيَةَ بُرْدٍ فَصَعِدَ الْمِنْبَر وَلم يَصْعَدهُ بعد ذَلِك الْيَوْم. فَحَمدَ الله وَأَثْنَى عَلَيْهِ. ثُمَّ قَالَ: «أُوصِيكُمْ بِالْأَنْصَارِ فَإِنَّهُمْ كَرِشِي وَعَيْبَتِي وَقَدْ قَضَوُا الَّذِي عَلَيْهِمْ وَبَقِيَ الَّذِي لَهُمْ فَاقْبَلُوا مِنْ مُحْسِنِهِمْ وَتَجَاوَزُوا عَنْ مسيئهم» . رَوَاهُ البُخَارِيّ