মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৯১
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পবিত্র স্ত্রীগণের মর্যাদা
৬১৯১। হযরত আয়েশা (রাঃ) বলেন, একদা হযরত জিবরাঈল (আঃ) তাঁহার (অর্থাৎ, আয়েশার) আকৃতির একটি জিনিস সবুজ বর্ণের রেশমী কাপড়ে পেঁচাইয়া আনিয়া রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিলেন, ইনি দুনিয়া ও আখেরাতে আপনার বিবি হইবেন। — তিরমিযী
كتاب المناقب
وَعَن عَائِشَة أَن جِبْرِيل جَاءَ بِصُورَتِهَا فِي خِرْقَةِ حَرِيرٍ خَضْرَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «هَذِهِ زَوْجَتُكَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ