মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৯০
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পবিত্র স্ত্রীগণের মর্যাদা
৬১৯০। হযরত আনাস (রাঃ) বলেন, নবী (ﷺ) বলিয়াছেনঃ সারা বিশ্বের মহিলাদের মধ্য হইতে এই চারিজন মহিলার ফযীলত সম্পর্কে ওয়াকিফহাল হওয়াই তোমার জন্য যথেষ্ট। তাঁহারা হইলেন, মারইয়াম বিনতে এমরান, খাদীজা বিনতে খুওয়াইলেদ, ফাতেমা বিনতে মুহাম্মাদ এবং ফেরআউনের স্ত্রী আসিয়া। – তিরমিযী
كتاب المناقب
الْفَصْل الثَّانِي
عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «حَسْبُكَ مِنْ نِسَاءِ الْعَالَمِينَ مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ وَخَدِيجَةُ بِنْتُ خُوَيْلِدٍ وَفَاطِمَةُ بِنْتُ محمَّد وآسية امْرَأَة فِرْعَوْن» . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান