মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৬২
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৬২। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমি জা'ফরকে বেহেশতে ফিরিশতাদের সাথে উড়িতে দেখিয়াছি। —তিরমিযী, তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَأَيْتُ جَعْفَرًا يَطِيرُ فِي الْجَنَّةِ مَعَ الْمَلَائِكَةِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ

হাদীসের ব্যাখ্যা:

সিরিয়া এলাকায় মৃতার যুদ্ধে হযরত জা'ফর ইসলামী ঝাণ্ডা উড্ডীন করিয়া যুদ্ধে লিপ্ত হওয়ার পর শত্রুর আঘাতে তাঁহার উভয় হাত কাটা যায়, সেই অবস্থায় তিনি শহীদ হন। ইহার প্রতিদানে তাঁহাকে বেহেশতে দুইখানা পাখা দেওয়া হয়, যাহাতে তিনি ফেরেশতাদের সাথে উড়িয়া বেড়ান।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬১৬২ | মুসলিম বাংলা