মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৬১
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৬১। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, হযরত জা'ফর ইবনে আবু তালিব মিসকীনদিগকে খুব বেশী ভালবাসিতেন, তাহাদের কাছে বসিতেন, তাহাদের সাথে কথাবার্তা বলিতেন এবং তাহারাও জাফরের সাথে নিঃসঙ্কোচে আলাপ-আলোচনা করিত। এই জন্য রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহাকে “আবুল মাসাকীন” (অর্থাৎ, মিসকীনদের পিতা বা অভিভাবক) উপনামে ডাকিতেন। – তিরমিযী
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ جَعْفَرٌ يُحِبُّ الْمَسَاكِينَ وَيَجْلِسُ إِلَيْهِمْ وَيُحَدِّثُهُمْ وَيُحَدِّثُونَهُ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَنِّيهِ بِأَبِي الْمَسَاكِين. رَوَاهُ التِّرْمِذِيّ
