মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৫৯
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৫৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত যে, তিনি জিবরাঈল ফিরিশতাকে দুইবার দেখিয়াছেন এবং রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহার জন্য দুইবার দো'আ করিয়াছেন। —তিরমিযী
وَعنهُ أَنه رأى جِبْرِيل مَرَّتَيْنِ وَدَعَا لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مرَّتَيْنِ. رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
আল্লামা সুয়ুতী (রঃ) বলিয়াছেন, জিবরাঈলকে ইবনে আব্বাসের দেখার এক সময় হইল; একদিন নবী (ﷺ) যোহরের নামাযের পর সাদা পোশাক পরিহিত অবস্থায় হযরত দেহয়া কালবীর সাথে চুপে চুপে কথা বলিতেছিলেন, পরে জানিতে পারিলেন, আসলে তিনি ছিলেন জিবরাঈল। আরেক দিন ইবনে আব্বাস তাঁহার পিতাসহ নবী (ﷺ)-এর নিকট গেলে সেখানে তিনি নবী (ﷺ)-এর চাইতেও সুন্দর একটি লোক দেখিতে পাইলেন। সেখান হইতে বাহিরে আসিয়া পিতাকে এই কথাটি বলিলে তিনি বলিলেন, নবী (ﷺ) অপেক্ষা সুন্দর লোক কে হইতে পারেন? সুতরাং পুত্রের কথাটির সত্যতা প্রমাণ করিবার জন্য তাঁহারা পুনরায় নবী (ﷺ)-এর কাছে গিয়া কথাটি জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, হ্যাঁ, আবদুল্লাহ্ ঠিকই বলিয়াছে। তিনি ছিলেন হযরত জিবরাঈল।
