মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৫৮
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৫৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) হযরত আব্বাসকে বলিলেনঃ সোমবার সকালে আপনি আপনার সন্তানসহ আমার নিকট আসিবেন। তখন আমি আপনাদের জন্য এমন কিছু বিশেষ দো'আ করিব, যাহাতে আল্লাহ্ তা'আলা আপনাকে ও আপনার সন্তানকে উপকৃত করেন। (ইবনে আব্বাস বলেন, ) সুতরাং, তিনি ও তাঁহার সহিত আমরা সকালে উপস্থিত হইলাম, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাহার চাদর আমাদের গায়ে জড়াইয়া দিলেন, অতঃপর এইভাবে দো'আ করিলেন, “হে আল্লাহ্! তুমি আব্বাস ও তাঁহার সন্তানকে মাফ করিয়া দাও, তাহাদেরে বাহ্যিক ও আভ্যন্তরীণ উভয় দিক হইতে পবিত্ৰ রাখ। তাহাদের কোন প্রকারের গুনাহ্ই বাকী রাখিও না। হে আল্লাহ্! আব্বাসকে তাহার সন্তানের মাঝে নিরাপদে রাখ। —তিরমিযী
আর রাযীন এই বাক্যটি বর্ধিত বলিয়াছেন, [রাসূলুল্লাহ্ (ﷺ) দো'আর মধ্যে বলিয়াছেন,] খেলাফত ও রাজত্ব তাঁহার সন্তানদের মধ্যে বহাল রাখ। ইমাম তিরমিযী বলিয়াছেন, হাদীসটি গরীব।
আর রাযীন এই বাক্যটি বর্ধিত বলিয়াছেন, [রাসূলুল্লাহ্ (ﷺ) দো'আর মধ্যে বলিয়াছেন,] খেলাফত ও রাজত্ব তাঁহার সন্তানদের মধ্যে বহাল রাখ। ইমাম তিরমিযী বলিয়াছেন, হাদীসটি গরীব।
وَزِيَادَة رزين مُنكرَة) وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْعَبَّاسِ: «إِذَا كَانَ غَدَاةَ الِاثْنَيْنِ فَأْتِنِي أَنْتَ وَوَلَدُكَ حَتَّى أَدْعُوَ لَهُمْ بِدَعْوَةٍ يَنْفَعُكَ اللَّهُ بِهَا وَوَلَدَكَ» فَغَدَا وَغَدَوْنَا مَعَهُ وَأَلْبَسَنَا كِسَاءَهُ ثُمَّ قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِلْعَبَّاسِ وَوَلَدِهِ مَغْفِرَةً ظَاهِرَةً وَبَاطِنَةً لَا تُغَادِرُ ذَنْبًا اللَّهُمَّ احْفَظْهُ فِي وَلَدِهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَزَادَ رَزِينٌ: «وَاجْعَلِ الْخِلَافَةَ بَاقِيَةً فِي عَقِبِهِ» وَقَالَ التِّرْمِذِيّ: هَذَا حَدِيث غَرِيب
