মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৪১
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৪১। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি যখনই আব্দুল্লাহ্ ইবনে জাফরকে সালাম করিতেন, তখন (এইভাবে) বলিতেন, হে দুই ডানাবিশিষ্ট ব্যক্তির পুত্র। আসসালামু আলাইকা। -বুখারী
كتاب المناقب
وَعَن ابْن عمر أَنَّهُ كَانَ إِذَا سَلَّمَ عَلَى ابْنِ جَعْفَرٍ قَالَ: السَّلَام عَلَيْك يَا ابْن ذِي الجناحين. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

হযরত জা'ফর ইবনে আবু তালিবের উপাধি ছিল “যুল-জানাহাইন” বা দুই ডানাধারী। এই বাক্যটির দ্বারা তিরমিযী শরীফের একটি হাদীসের প্রতি ইংগিত করা হইয়াছে। তাহা হইল, মূতার যুদ্ধে কাফেরদের তীরের আঘাতে হযরত জাফরের হাত দুইটি দেহ হইতে বিচ্ছিন্ন হইয়া যায়। শাহাদতের পর আল্লাহ্ তা'আলা ঐ দুই হাতের বদলে তাঁহাকে দুইখানা ডানা দান করিয়াছেন। উক্ত ডানার সাহায্যে তিনি জান্নাতে উড়িতে থাকেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান