মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৮৭
প্রথম অনুচ্ছেদ -আলী ইবনু আবু ত্বালিব (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৮৭। হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে লক্ষ্য করিয়া বলিয়াছেন হযরত মুসা (আঃ)-এর নিকট হযরত হারুন (আঃ)-এর যেই মর্যাদা ছিল, তুমিও আমার নিকট সেই পর্যায়ে রহিয়াছ। তবে পার্থক্য ইহা যে, আমার পরে আর কোন নবী নাই। মোত্তাঃ
بَاب مَنَاقِب عَليّ بن أبي طَالب: الْفَصْل الأول
عَن سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَلِيٍّ: «أَنْتَ مِنِّي بِمَنْزِلَةِ هَارُونَ مِنْ مُوسَى إِلَّا أَنَّهُ لَا نَبِيَّ بَعْدِي» . مُتَّفَقٌ عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
হযরত আলী (রাঃ) ছিলেন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর চাচাত ভাই ও জামাতা। অধিকাংশ ঐতিহাসিকের মতে তিনিই পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করিয়াছেন। মতান্তরে তখন তাঁহার বয়স ছিল দশ বৎসর।
আল্লামা তুরে-পুশতী বলেন, নবী (ﷺ) তবুক অভিযানে যাওয়ার সময় হযরত আলীকে নিজের ও নবী (ﷺ)-এর পরিবার-পরিজন এবং মুসলমান মুজাহেদীনের পারিবারিক খোঁজ-খবর ও তত্ত্বাবধানের দায়িত্ব অর্পণ করিয়া রাখিয়া গিয়াছিলেন। পরক্ষণে মুনাফেকরা এই গুজব রটাইয়া দিল যে, আলী কাপুরুষতাবশত যুদ্ধ এড়ানোর উদ্দেশ্যে মদীনায় রহিয়া গিয়াছে। কথাটি আলী (রাঃ)-এর কানে পৌঁছিলে তিনি যুদ্ধাস্ত্রে সজ্জিত হইয়া নবী (ﷺ)-এর সহিত “জরফ” নামক স্থানে মিলিত হইলেন এবং মুনাফেকদের উক্তিটি তাহাকে জানাইলেন। তখন নবী (ﷺ) বলিলেন, তাহারা মিথ্যা বলিয়াছে। আমিই তোমাকে মদীনায় রাখিয়া আসিয়াছি। অতঃপর উক্ত কথা বলিয়া তাঁহাকে সান্ত্বনা দেন।
আল্লামা তুরে-পুশতী বলেন, নবী (ﷺ) তবুক অভিযানে যাওয়ার সময় হযরত আলীকে নিজের ও নবী (ﷺ)-এর পরিবার-পরিজন এবং মুসলমান মুজাহেদীনের পারিবারিক খোঁজ-খবর ও তত্ত্বাবধানের দায়িত্ব অর্পণ করিয়া রাখিয়া গিয়াছিলেন। পরক্ষণে মুনাফেকরা এই গুজব রটাইয়া দিল যে, আলী কাপুরুষতাবশত যুদ্ধ এড়ানোর উদ্দেশ্যে মদীনায় রহিয়া গিয়াছে। কথাটি আলী (রাঃ)-এর কানে পৌঁছিলে তিনি যুদ্ধাস্ত্রে সজ্জিত হইয়া নবী (ﷺ)-এর সহিত “জরফ” নামক স্থানে মিলিত হইলেন এবং মুনাফেকদের উক্তিটি তাহাকে জানাইলেন। তখন নবী (ﷺ) বলিলেন, তাহারা মিথ্যা বলিয়াছে। আমিই তোমাকে মদীনায় রাখিয়া আসিয়াছি। অতঃপর উক্ত কথা বলিয়া তাঁহাকে সান্ত্বনা দেন।
