মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৮৬
তৃতীয় অনুচ্ছেদ - (আবু বাকর সিদ্দীক, উমার ফারূক এবং উসমান গনী রাযিয়াল্লাহু আনহুম) তিনজনের একত্রে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৮৬। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত যে, একদা রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ আজ রাতে আমাকে একজন পুণ্যবান নেককার ব্যক্তিকে স্বপ্নে দেখান হয়, যেন আবু বকর রাসূলুল্লাহ (ﷺ)-এর সহিত সংযুক্ত, ওমর আবু বকর এর সহিত সংযুক্ত এবং ওসমান ওমরের সহিত সংযুক্ত। জাবের বলেন, আমরা যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর খেদমত হইতে উঠিয়া আসিলাম, তখন আমরা নিজেদের ধারণানুযায়ী এই মন্তব্য করিলাম যে, সেই পুণ্যবান ব্যক্তি হইলেন স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ); আর যাঁহাদের পরস্পরের সহিত সংযুক্ত করা হইয়াছে, তাঁহারা হইলেন ঐ দ্বীন-ইসলামের শাসনকর্তা, যে দ্বীনসহ আল্লাহ্ তা'আলা তাঁহার নবী (ﷺ)-কে প্রেরণ করিয়াছেন। –আবু দাউদ
اَلْفصْلُ الثَّالِثُ
عَن جابرن أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أُرِيَ اللَّيْلَةَ رَجُلٌ صَالِحٌ كَأَنَّ أَبَا بَكْرٍ نِيطَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنِيطَ عُمَرُ بِأَبِي بَكْرٍ وَنِيطَ عُثْمَانُ بِعُمَرَ» قَالَ جَابِرٌ: فَلَمَّا قُمْنَا مِنْ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْنَا: أَمَّا الرَّجُلُ الصَّالِحُ فَرَسُولُ اللَّهِ وَأَمَّا نَوْطُ بَعْضِهِمْ بِبَعْضٍ فَهُمْ وُلَاةُ الْأَمْرِ الَّذِي بَعَثَ اللَّهُ بِهِ نَبِيَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ أَبُو دَاوُدَ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, ইহার প্রতি ইংগিত রহিয়াছে যে, তাঁহারা এই ক্রমানুযায়ী খেলাফতের দায়িত্ব পালন করিবেন।
