মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০৭৪
দ্বিতীয় অনুচ্ছেদ - উসমান (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৭৪। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন (লোকদিগকে) “বায়আতে রেওয়ানে"র নির্দেশ দিলেন, সেই সময় হযরত ওসমান (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দূত হিসাবে মক্কায় গিয়াছিলেন। লোকেরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর হাতে বায়আত করিল, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ ওসমান, আল্লাহ্ এবং আল্লাহর রাসূলের কাজে (মক্কায়) গিয়াছেন। ইহার পর রাসূলুল্লাহ্ [(ﷺ) ওসমানের বায়আতস্বরূপ] নিজেরই এক হাত অপর হাতে রাখিলেন। সুতরাং রাসূলুল্লাহ্ (ﷺ)-এর হাত হযরত ওসমানের জন্য অতি উত্তম হইল লোকদের আপন হাত অপেক্ষা। —তিরমিযী
وَعَن أنسٍ قَالَ: لَمَّا أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَيْعَةِ الرِّضْوَانِ كَانَ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ رَسُولُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى مَكَّةَ فَبَايَعَ النَّاسُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِن عُثْمَانَ فِي حَاجَةِ اللَّهِ وَحَاجَةِ رَسُولِهِ» فَضَرَبَ بِإِحْدَى يَدَيْهِ عَلَى الْأُخْرَى فَكَانَتْ يَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُثْمَانَ خَيْرًا من أَيْديهم لأَنْفُسِهِمْ. رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

সংক্ষিপ্ত ঘটনা হইল, ৬ষ্ঠ হিজরীতে রাসূলুল্লাহ্ (ﷺ) চৌদ্দশত মুসলমান সঙ্গীসহ ওমরার উদ্দেশ্যে মদীনা হইতে রওয়ানা হইলেন, মক্কার অনতিদূরে হোদায়বিয়ার নিকটবর্তী স্থানে পৌঁছিলে মক্কার কোরাইশগণ তাঁহাদিগকে মক্কায় প্রবেশ করিতে বাধা দেওয়ার প্রস্তুতি নিল। “মুসলমানরা যুদ্ধের জন্য আসেন নাই; বরং শুধুমাত্র ওমরা পালনের উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করিবেন এবং ওমরা সমাপনান্তে তাঁহারা মক্কা ত্যাগ করিবেন”, এই কথাটি কোরাইশদিগকে বুঝাইয়া দেওয়ার জন্য রাসূলুল্লাহ্ (ﷺ) হযরত ওসমানকে দূত হিসাবে মক্কায় পাঠাইয়াছিলেন। এইদিকে মুসলমানদের মধ্যে এই গুজব রটিয়া গেল যে, কোরাইশরা হযরত ওসমানকে শহীদ করিয়া ফেলিয়াছে, অপর দিকে তাঁহার প্রত্যাবর্তনেও অস্বাভাবিক গৌণ হইয়া গিয়াছিল। এই অবস্থায় হযরত ওসমানের শাহাদতের প্রতিশোধ গ্রহণের জন্য রাসূলুল্লাহ্ (ﷺ) উপস্থিত মুসলমানদের নিকট হইতে একটি বায়আত বা অঙ্গীকার গ্রহণ করিয়াছিলেন। ইসলামের ইতিহাসে ইহাই “বায়আতে রেযওয়ান” নামে প্রসিদ্ধ। অবশেষে হযরত ওসমান (রাঃ) সহীহ্-সালামতে ও নিরাপদে . ফিরিয়া আসিলেন। ইহার পর কোরাইশ নেতাদের সাথে আলাপ-আলোচনা শেষে বিভিন্ন শর্তে উভয়পক্ষের মধ্যে (হোদায়বিয়া) একটি চুক্তিনামা সম্পাদিত হয়। ইসলামের ইতিহাসে উহাই “হোদায়বিয়ার সন্ধি” নামে খ্যাত। এই সময় হযরত ওসমানের অনুপস্থিতিতে রাসূলুল্লাহ্ (ﷺ) নিজের ডান হাতকে ওসমানের হাত হিসাবে তাঁহার পক্ষ হইতে বায়আত গ্রহণ করিয়াছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬০৭৪ | মুসলিম বাংলা