মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৬৮
তৃতীয় অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক ও উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৬৮। হযরত আয়েশা (রাঃ) বলেন, একদা এক চাঁদনী রাত্রে যখন রাসুলুল্লাহ্ (ﷺ)-এর মাথা আমার কোলে ছিল, তখন আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্। আকাশে যতগুলি নক্ষত্র আছে এই পরিমাণ কাহারও নেকী হইবে কি? তিনি বলিলেনঃ হ্যাঁ, হইবে। ওমরের নেকী এই পরিমাণ। আমি বলিলাম, তবে আবু বকরের নেকী কোথায়? তখন তিনি বলিলেন, ওমরের সমস্ত নেকী আবু বকরের নেকীসমূহের মধ্য হইতে একটি নেকীর সমান। —রাযীন
وَعَن عَائِشَة قَالَتْ: بَيْنَا رَأْسَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حجري لَيْلَةٍ ضَاحِيَةٍ إِذْ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ هَلْ يَكُونُ لِأَحَدٍ مِنَ الْحَسَنَاتِ عَدَدُ نُجُومِ السَّمَاءِ؟ قَالَ: «نَعَمْ عُمَرُ» . قُلْتُ: فَأَيْنَ حَسَنَاتُ أَبِي بَكْرٍ؟ قَالَ: «إِنَّمَا جَمِيعُ حَسَنَاتِ عُمَرَ كَحَسَنَةٍ وَاحِدَةٍ مِنْ حَسَنَاتِ أَبِي بَكْرٍ» رَوَاهُ رزين
