মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০৬৪
দ্বিতীয় অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক ও উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৬৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে হানতাব (রাঃ) হইতে বর্ণিত, একদা নবী (ﷺ) হযরত আবু বকর এবং ওমর (রাঃ)-কে দেখিয়া বলিলেনঃ এই দুইজন হইল কর্ণ ও চক্ষু সমতুল্য। — তিরমিযী, মুরসাল হিসাবে
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ حَنْطَبٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى أَبَا بَكْرٍ وَعُمَرَ فَقَالَ: «هَذَانِ السَّمْعُ وَالْبَصَرُ» رَوَاهُ التِّرْمِذِيُّ مُرْسلا

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, দ্বীনের মধ্যে আবু বকর এবং ওমরের স্থান হইল দেহের চক্ষু ও কর্ণের ন্যায়। অথবা নবী (ﷺ) নিজের প্রতি ইংগিত করিয়া বলিয়াছেন, তাহারা দুইজন আমার চক্ষু ও কর্ণের ন্যায়। আমি তাঁহাদের মাধ্যমে সঠিক ব্যাপার দেখিতে পাই এবং সঠিক কথা শুনিতে পাই ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬০৬৪ | মুসলিম বাংলা