মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৬২
দ্বিতীয় অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক ও উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৬২। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন মসজিদে প্রবেশ করিতেন, তখন আবু বকর এবং ওমর ব্যতীত আর কেহই (তাঁহার হায়বতে) মাথা তুলিতেন না। তাঁহারা উভয়ে তাঁহার দিকে চাহিয়া মৃদু হাসিতেন এবং তিনিও তাঁহাদের প্রতি চাহিয়া মৃদু হাসিতেন। —তিরমিযী, আর তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْمَسْجِدَ لَمْ يَرْفَعْ أَحَدٌ رَأْسَهُ غَيْرُ أَبِي بَكْرٍ وَعُمَرَ كَانَا يَتَبَسَّمَانِ إِلَيْهِ وَيَتَبَسَّمُ إِلَيْهِمَا رَوَاهُ التِّرْمِذِيُّ. وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
