মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০৫৬
প্রথম অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক ও উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৫৬। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: একদা এক ব্যক্তি একটি গাড়ী হাঁকাইয়া লইয়া যাইতেছিল। যখন লোকটি ক্লান্ত হইয়া পড়িল, তখন সে উহার উপর সওয়ার হইল। তখন গাভীটি বলিল, আমাদিগকে তো এই কাজের (সওয়ারীর) জন্য সৃষ্টি করা হয় নাই। বরং আমাদিগকে যমীনে কৃষিকাজের জন্যই সৃষ্টি করা হইয়াছে। তখন লোকজন (বিস্ময়ে) বলিয়া উঠিল, সুবহানাল্লাহ্! গাভীও কথা বলিতেছে? এই কথা শুনিয়া রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি এই বিষয়ে ঈমান রাখি আর আবু বকর এবং ওমরও এই বিষয়ে ঈমান রাখেন। অথচ তাহারা দুইজনের কেহই তথায় উপস্থিত ছিলেন না।
রাসূলুল্লাহ (ছাঃ) আরও বলেন, একদা এক রাখাল তাহার বকরীর পালের নিকট ছিল। হঠাৎ এক নেকড়ে বাঘ থাবা মারিয়া পাল হইতে একটি বকরী লইয়া গেল। পরক্ষণেই রাখাল বাঘটির কবল হইতে বকরীটিকে উদ্ধার করিয়া ফেলিল। তখন বাঘটি রাখালকে বলিল, (আজ তো আমার নিকট হইতে ছিনাইয়া নিয়াছ) হিংস্র জন্তুর স্বরাজের দিন এই বকরীর রক্ষাকারী কে থাকিবে? যেইদিন আমি ছাড়া আর কেহই উহার রাখাল থাকিবে না। তখন লোকজন (বিস্ময়ে) বলিয়া উঠিল, সুবহানাল্লাহ্। নেকড়ে বাঘও কথা বলিতে পারে? তখন রাসূলুল্লাহ্ (ছাঃ) বলিলেন, আমি ইহার উপর ঈমান রাখি আর আবু বকর এবং ওমরও ঈমান রাখেন। অথচ তাহারা দুইজনের কেহই তথায় উপস্থিত ছিলেন না। মোত্তাঃ
بَابِ مَنَاقِبِ أَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: الْفَصْل الأول
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: بَينا رجل يَسُوق بقرة إِذْ أعيي فَرَكِبَهَا فَقَالَتْ: إِنَّا لَمْ نُخْلَقْ لِهَذَا إِنَّمَا خُلِقْنَا لِحِرَاثَةِ الْأَرْضِ. فَقَالَ النَّاسُ: سُبْحَانَ اللَّهِ بَقَرَةٌ تَكَلَّمُ . فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِنِّي أومن بِهَذَا أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ» . وَمَا هُمَا ثَمَّ وَقَالَ: بَيْنَمَا رَجُلٌ فِي غَنَمٍ لَهُ إِذْ عدا الذِّئْب فَذهب عَلَى شَاةٍ مِنْهَا فَأَخَذَهَا فَأَدْرَكَهَا صَاحِبُهَا فَاسْتَنْقَذَهَا فَقَالَ لَهُ الذِّئْبُ: فَمَنْ لَهَا يَوْمَ السَّبْعِ يَوْمَ لَا رَاعِيَ لَهَا غَيْرِي؟ فَقَالَ النَّاسُ: سُبْحَانَ الله ذِئْب يتَكَلَّم؟ . قَالَ: أُومِنُ بِهِ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَمَا هما ثمَّ. مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

হযরত আবু বকর এবং ওমর (রাঃ)-এর বিভিন্ন মর্যাদা সম্পর্কে ইতিপূর্বে পৃথক পৃথক অধ্যায়ে আলোচনা করা হইয়াছে। অত্র অধ্যায়ে তাঁহাদের যৌথ মর্যাদা সম্পর্কে বর্ণনা করা হইবে।

يوم السبع অর্থাৎ, হিংস্র জন্তুর স্বরাজের দিন, যেইদিন সমস্ত মানুষ মরিয়া যাইবে। অবশিষ্ট থাকিবে শুধুমাত্র বন্য জন্তু। অথবা যখন ঘোর ফেতনা দেখা দিবে। ফলে মানুষেরা নিজেকে লইয়া ব্যস্ত থাকিবে, তখন এই বকরীর কোনই রাখাল থাকিবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬০৫৬ | মুসলিম বাংলা