মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৫২
তৃতীয় অনুচ্ছেদ - উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৫২। হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন, বিশেষ চারটি কারণে হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) সমস্ত মানুষের উপর মর্যাদা প্রাপ্ত হইয়াছেন। (১) বদর যুদ্ধের কয়েদীদের আলোচনা প্রসঙ্গে তাহাদের তিনি হত্যা করিয়া ফেলিতে পরামর্শ দিয়াছিলেন। ইহার পর এই আয়াত নাযিল হইল— [আয়াতের অনুবাদঃ যদি পূর্ব হইতে আল্লাহর নিকট ইহা লিপিবদ্ধ না থাকিত, (অর্থাৎ, তোমরা এইরূপ করিবে তাহা হইলে (বদরী কয়েদীদের নিকট হইতে) যেই বিনিময় গ্রহণ করিয়াছ, তজ্জন্য তোমরা কঠিন আযাবে লিপ্ত হইতে]। (২) পর্দার ব্যাপারে তিনি নবী (ﷺ)-এর বিবিগণকে পরামর্শ দিয়াছিলেন, তাঁহারা যেন পর্দা মানিয়া চলে। ইহা শুনিয়া নবী-পত্নী হযরত যয়নব (রাঃ) বলিয়া উঠিলেন, হে খাত্তাবের পুত্র! তুমি আমাদের উপর পর্দার আদেশ জারি করিতেছ ; অথচ আমাদের ঘরেই ওহী নাযিল হয়। অতঃপর আল্লাহ্ তা'আলা নাযিল করিলেন – ( আয়াতের অনুবাদঃ হে মানুষসকল! তোমরা যখন নবীর বিবিদের নিকট হইতে কোন জিনিস চাহিবে, তখন আড়ালে থাকিয়াই চাহিবে)। (৩) ওমর (রাঃ)-এর জন্য নবী (ﷺ) দো'আ করেন, হে আল্লাহ্! ওমরের দ্বারা ইসলামকে শক্তিশালী কর। (৪) হযরত আবু বকরের খেলাফত সম্পর্কে তাঁহার (ওমরের) অভিমত এবং তিনিই সর্বপ্রথম ব্যক্তি, যিনি তাঁহার হাতে বাইআত গ্রহণ করিয়াছেন। – আহমদ
وَعَن ابْن مَسْعُود قَالَ: فُضِّلَ النَّاسَ عُمَرُ بْنُ الْخَطَّابِ بِأَرْبَعٍ: بِذِكْرِ الْأُسَارَى يَوْمَ بَدْرٍ أَمَرَ بِقَتْلِهِمْ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى [لَوْلَا كِتَابٌ مِنَ اللَّهِ سَبَقَ لَمَسَّكُمْ فِيمَا أَخَذْتُم عَذَاب عَظِيم] وَبِذِكْرِهِ الْحِجَابَ أَمَرَ نِسَاءَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَحْتَجِبْنَ فَقَالَتْ لَهُ زَيْنَبُ: وَإِنَّكَ عَلَيْنَا يَا ابْنَ الْخَطَّابِ وَالْوَحْيُ يَنْزِلُ فِي بُيُوتِنَا؟ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى [وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعا فَاسْأَلُوهُنَّ من وَرَاء حجاب] وَبِدَعْوَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ أَيِّدِ الْإِسْلَامَ بِعُمَرَ» وَبِرَأْيِهِ فِي أَبِي بَكْرٍ كَانَ أول نَاس بَايعه. رَوَاهُ أَحْمد
